বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৩

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৩

যশোর প্রতিনিধি:: যশোরে যাত্রীবাহী ভ্যানের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানচালকসহ আরো দুজন।

বুধবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নবীবনগরে একটি তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার বামনালী গ্রামের হাসান ইকবাল (৪৫), তার মেয়ে রত্না খাতুন (১৪) ও গদখালি এলাকার মেহের আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০)।

আহতরা হলেন- হাসান ইকবালের স্ত্রী হালিমা খাতুন (৩৮) ও ভ্যানচালক গদখালীর সৈয়দপুর এলাকার বাবলুর রহমান (৩৫)।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রোকনুজ্জামান জানান, সকাল পৌনে ৭টার দিকে যশোরমুখী একটি অ্যাম্বুলেন্সের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষের খবর পান। ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত এক নারীকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com