রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি::
জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
সকাল সাড়ে ৬ টায় ইসলামপুরে কেন্দ্রীয় স্মৃতিস্তভে পূস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। কর্মসূচীর মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, বিভিন্ন বাহিনীও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ গীতিআলেখ্য, অভিবাদন, শারীরিক কসরত নানা খেলাধুলাসহ নানা আয়োজন ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনব্যাপী দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আবদুন নাছের বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, অফিসার ইনচার্জ আসলাম হোসেন, সাবেক কমান্ডার মানিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উদযাপিত অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়।