সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের ফার্মেসিতে আড়াই কোটি টাকাসহ গ্রেপ্তার ১০

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের ফার্মেসিতে আড়াই কোটি টাকাসহ গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এসময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাত এগারোটার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালায় সেনা ও র‍্যাব-২’র যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইসহাক আহমেদ, মো. চুম্মন, রবিউল ইসলাম, মো. রায়হান, শহিদুল ইসলাম বিজয়, ইমরান সাইদ, মো. রাসেল, মো. ইমরান, মো. শাহাদাত ও মো. নয়ন।

অভিযানের নেতৃত্ব দেওয়া সেনাবাহিনী ও র‌্যাবের একাধিক কর্মকর্তা জানান, যৌথ বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য ছিল মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকের বড় একটি চালান জড়ো হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর হুমায়ুন রোডের বিহারি ক্যাম্পে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে সেনা ও র‍্যাব ২ এর চারটি দল অংশ নেয়। অভিযান শুরুর পর ১০ জন চিহ্নিত মাদক কারবারি, কিছু মাদক ও বিপুল পরিমাণ মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। জব্দকৃত টাকার পরিমাণ ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা।

মোহাম্মদপুর সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত সকলকে এবং জব্দকৃত সমস্ত টাকা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য র‍্যাব ২-এর কাছে হস্তান্তর করা হয়েছে, যা পরবর্তীতে র‍্যাব কর্তৃক আদালতে উপস্থাপন করা হবে। মাদক ও সন্ত্রাসবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই সেনা কর্মকর্তা।

জানা গেছে, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের জি ব্লকের বিসমিল্লাহ ফার্মেসিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে গ্রেপ্তার করা হয় ইসহাক আহমেদ নামে ওই ফার্মেসি মালিককে।

তিনি জানান, তার ওষুধ ফার্মেসিতে শীর্ষ মাদক কারবারি ‘বুনিয়া সোহেল’ ভয়-ভীতি দেখিয়ে এই টাকা (প্রায় আড়াই কোটি টাকা) রেখে যায়। দুই সপ্তাহ আগে এই টাকা রেখে যাওয়া হয়। তবে সেখানে কত টাকা ছিল সে বিষয়ে কিছু জানতেন না গ্রেপ্তারকৃত ইসহাক আহমেদ।

প্রসঙ্গত, বুনিয়া সোহেল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর পুনরায় ছাড়া পেয়ে যায়। এছাড়া জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে প্রায়ই ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এবং বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটে। মোহাম্মদপুর ও আদাবর থানা লুটের ভারী অস্ত্র আছে এই দুই কারবারি সদস্যের কাছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com