মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

মোহামেডান বড় জয়ে পাঁচে উঠলো, মুক্তিযোদ্ধাকে রুখল সাইফ

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ৮ মার্চ শুক্রবার প্রিমিয়ার ফুটবল লীগে গোল উৎসবের দিন ছিল। তিন ম্যাচে গোল হয় ১৫টি। তবে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৯ বারের লীগ চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী মোহামেডান ৫-১ গোলে বিধ্বস্ত করে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রত্যাশিত সাফল্য পাচ্ছিল না মোহামেডান। এবার জোড়া গোল করলেন সুলেমানে দিয়াবাতে। অ্যারন রেয়ারডন, ফরহাদ মোনা ও জাফর ইকবালও পেলেন জালের দেখা। বড় জয়ের আনন্দে মাতল শন লেনের দল।

সিলেট জেলা স্টেডিয়ামে ৮ মার্চ শুক্রবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৫-১ গোলে উড়িয়ে দেয় মোহামেডান। চলতি লিগে এটি তাদের চতুর্থ এবং সর্বোচ্চ ব্যবধানের জয়। আগের সবচেয়ে বেশি ব্যবধানের জয়টি ছিল সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে, ২-০ গোলে। ম্যাচের ৯ মিনিটে জাপানী ফরোয়ার্ড মিসওয়া টেটসওয়াকীর গোলে লিড নেয় মুক্তিযোদ্ধা (১-০)। ২১ মিনিটে মিডফিল্ডার সাজ্জাদ হোসেন শাকিলের গোলে ম্যাচে সমতা আনে সাইফ (১-১)। ২৭ মিনিটে ইয়ামিন মুন্নার যোগান দেয়া বলে গোল করে মুক্তিযোদ্ধাকে আবারও এগিয়ে নেন ফরোয়ার্ড দিদারুল আলম (২-১)। ৩১ মিনিটে আবারও ম্যাচে সমতা আসে।

৬৪ মিনিটে রিমনের পাসে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন উদোহ গোল করে আবারও সমতায় ফেরান সাইফকে (৩-৩)। শেষ পর্যন্ত আর ব্যবধানটা বাড়াতে পারেনি কোন ক্লাবই। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে তারা। দারুণ এই জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম থেকে এক লাফে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা কিংস তাদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে। গত তিন লিগ ম্যাচে জয়হীন থাকা রহমতগঞ্জ শুরুতে মোহামেডানকে ভালোভাবেই আটকে রাখে। ৩৩তম মিনিটে বক্সে জটলার ভেতর থেকে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন দিয়াবাতে।

বাকি ৩ গোল করেন ফরহাদ মনা (৪১ মিনিটে), অস্ট্রেলিয়ান ডিফেন্ডার এ্যারন রিয়ারডন (৪৯ মিনিটে) এবং জাফর ইকবাল (৭০ মিনিটে)। বিজিত দলের একমাত্র গোলটি করেন ঘানাইয়ান ফরোয়ার্ড ফিলিপ আদজাহ্ (৪৫+২ মিনিটে)। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে একধাপ উন্নতি করে মোহামেডান এখন পাঁচে। পক্ষান্তরে সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আগের মতোই আটে আছে ‘ডাইলপট্টি’ খ্যাত রহমতগঞ্জ।

ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া মোনা ওভাবে গোল হতে দেখে দ্রুত উঠে দাঁড়িয়ে মাতেন উচ্ছ্ববাসে। প্রথমার্ধের যোগ করা সময়ে ফিলিপ আজাহর গোলে ম্যাচে ফেরে রহমতগঞ্জ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান রেয়ারডন। আর ৪৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দিয়াবাতে। মোহামেডান ছুটতে থাকে বড় জয়ের পথে। ৭০তম মিনিটে শেষ গোলটি করেন জাফর ইকবাল।

পক্ষান্তরে সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আগের মতোই আটে আছে ‘ডাইলপট্টি’ খ্যাত রহমতগঞ্জ। এদিকে, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ৩-৩ ড্র করেছে সাইফ স্পোর্টিং।
১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে সাইফ। টানা দুই হারের পর ড্র করা মুক্তিযোদ্ধা সংসদ ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে। পুলিশ-আবাহনী ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটের মাথাতেই আল-আমীনের গোলে লিড নেয় পুলিশ ফুটবল ক্লাব (১-০)। ৮৪ মিনিটে নাইজেরিয়ান মিডফিল্ডার পিটার থ্যাংকগডের গোলে ম্যাচে সমতা আনে চট্টগ্রাম আবাহনী (১-১)।
২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চট্টগ্রাম আবাহনী। ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com