রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিং ও দ্বিতীয় ম্যাচেও টস হার এবং ফিল্ডিং বাংলাদেশ। তবে অধিনায়ক নুরুল হাসান সোহান এবার আর পেসার দিয়ে আক্রমণ শুরু করলেন না। নিয়ে আসলেন স্পিনার। তাও নিয়মিত স্পিনার মাহদি হাসানকে নয়, মোসাদ্দেকের হাতে তুলে দিলেন বল।
টানা দ্বিতীয় দিনই দ্বিতীয় ম্যাচ। এবার দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামলো নুরুল হাসান সোহানের বাংলাদেশ দল। যথারীতি ৩ পেসার। তাসকিন আহমেদকে বাদ দিয়ে নামানো হলো হাসান মাহমুদকে। নাসুম আহমেদকে বাদ দিয়ে নেয়া হলো স্পিনার শেখ মাহদি হাসানকে।
বল হাতে নিয়েই জিম্বাবুইয়ানদের ওপর চড়াও হলেন মোসাদ্দেক। তার করা প্রথম ওভারেই দুই ব্যাটারকে হারিয়েছে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম বলেই ওপেনার রেগিস চাকাভাকে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন মোসাদ্দেক।
মোসাদ্দেকের দুর্দান্ত বোলিংয় থেকে পার পাচ্ছে না জিম্বাবুয়ের। দ্বিতীয় ওভারে বল করতে এসে আবারও আঘাত হানলেন তিনি জিম্বাবুয়ের ওপর। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মোসাদ্দেকের বলে উইকেট হারালেন জিম্বাবুয়ের দ্বিতীয় ওপেনার এবং অধিনায়ক ক্রেইগ আরভিনকে। রিভার্স সুইপ খেলতে গিয়ে প্রথম সিøপে লিটনের হাতে ক্যাচ দেন আরভিন। ৬ রানে বিদায় নিল তিনজন ব্যাটার।
প্রথম পাঁচ ওভারে চার উইকেট হারাল জিম্বাবুয়ে। সবকটি উইকেট নিলেন মোসাদ্দেক।
তার তৃতীয় ওভারের প্রথম বল সিকান্দার রাজার ব্যাটের কানায় লেগে ফাঁকা সিøপ দিয়ে হয় চার। এক বল পর স্ট্রাইক পেয়ে বেরিয়ে গিয়ে ছক্কায় ওড়ানোর চেষ্টা করেন উইলিয়ামস। তাকে এগোতে দেখে বল টেনে দেন মোসাদ্দেক। বাঁহাতি ব্যাটসম্যান পারেননি টাইমিং করতে, ফিরতি ক্যাচ নেন বোলার।
তার তৃতীয় ওভারের প্রথম বল সিকান্দার রাজার ব্যাটের কানায় লেগে ফাঁকা সিøপ দিয়ে হয় চার। এক বল পর স্ট্রাইক পেয়ে বেরিয়ে গিয়ে ছক্কায় ওড়ানোর চেষ্টা করেন উইলিয়ামস। তাকে এগোতে দেখে বল টেনে দেন মোসাদ্দেক। বাঁহাতি ব্যাটসম্যান পারেননি টাইমিং করতে, ফিরতি ক্যাচ নেন বোলার।
৭ বলে দুই চারে ৮ রান করেন উইলিয়ামস। আগের ম্যাচে ঝড় তোলা সিকান্দার রাজা এবার অষ্টম বলে খুলতে পারেন রানের খাতা।
ওভারের শেষ বলে কভার পয়েন্টে মাহদি হাসানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ওয়েসলি মাধভিরেকে। প্রথম ম্যাচে এই মাধভিরেই ৬৭ রান করে বাংলাদেশের পরাজয়ে বড় ভূমিকা রাখেন। ৫ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।
সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। দ্বিতীয় ম্যাচে তাই জিততেই হবে নুরুল হাসান সোহানের দলকে। ওই লক্ষ্যের শুরুটা অবশ্য দারুণ হয়েছে।
জিম্বাবুয়ের ১০ ওভারে ৫ উইকেট ৫০ রান।
প্রথম ওভারেই টাইগারদের জোড়া সাফল্য এনে দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।