বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
মো: শামীম আহসান, মোরেলগঞ্জ ॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মোরেলগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করে। সাদা পোশাকধারি ডিবি পুলিশের ওই দলটি বাবুলকে আটক করে বাগেরহাট ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মন্ডল জানান, ২০১১ সালের ১১ অক্টোবর মোরেলগঞ্জ থানার একটি নাশকতা মামলায় বাবুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বাবুলকে আদালতে পাঠানো হবে।
অপরদিকে, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রিয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।