বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ থেকে॥ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস -২০১৮ উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদশর্ণীর আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজনে ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরেরআয়োজনে অনুষ্ঠিত র্যালি পৌর সদরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও হাত ধোঁয়া ও প্রদর্শণীর আয়োজন করা হয়। ‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ ও ‘হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপন্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমজাদ হোসেন, চেয়ারম্যান আবুল খায়ের, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের নিজাম উদ্দিন, ডরপ প্রতিনিধি সাখাওয়াত হোসেন প্রমুখ।