বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি॥ বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০১৮ পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে শনিবার অনুষ্ঠিত বর্নাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যরাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সরকার, প্রধান শিক্ষক মেরাজুল ইসলাম খসরু, মো. আকবর আলী, মাসুম জাকারিয়া ও মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এইচ,এম শহিদুল ইসলাম, সাংবাদিক শামীম আহসান মল্লিক।
র্যালি ও আলোচনা সভায় মোরেলগঞ্জ পৌরসভার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবু হুরাইরা আদর্শ দাখিল মাদ্রাসা, লতিফিয়া ফাজিল মাদ্রাসা, সরকারি বালিকা বিদ্যালয়, রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যায়ের সহ মোরেলগঞ্জ পৌরসভার সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।