বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন

মোরেলগঞ্জে শ্রমীকদল নেতা সৈয়দ খালেদের ঈদ সামগ্রী ও ঈদবস্ত্র বিতরন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল বাগেরহাট জেলা শাখার ্উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সৈয়দ খায়রুল ইসলাম খালেদ পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঈদ সামগ্রী ও ঈদবস্ত্র বিতরন করেছেন।
তিনি সোমবার দুপুরে মোরেলগঞ্জ পৌর সভার কুঠিবাড়ি ও হোগলাপাশা আশ্রয়ন প্রকল্পে সকল পরিবারের মাঝে ঈদ সামগ্রী সেমাই ও চিনি বিতরন করে। একইদিনে তিনি মোরেলগঞ্জ পৌর সদরে, নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজার , বান্ধার হাট,গোড়ার বাজার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন। তিনি বলেন, আমি জনসাধারণের জন্য কাজ করতে চাই। অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোঁটাতে চাই। দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
তিনি দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন মসজিদের দোয়া ও নগদ অর্থ প্রদান করেন। এসময় অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের আহবায়ক মশিউর রহমান শফিক, সেহরাব হোসেন মোহন সহ বিএনপি ও তার সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com