বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি॥ “শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব হাওলাদার। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ যুব মহিলারা অংশগ্রহন করে।