বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
মো: শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বোরবার বিকেলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মোরেলগঞ্জ থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পুলিং কমিটি ও মোরেলগঞ্জ থানার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহফুজ আফজাল। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএপি মোরেলগঞ্জ সার্কেল খায়রুল আলম, থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম ।
থানা অফিসার ইন চার্জ (তদন্ত) মো. আলমগীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পুলিশিং কমটির সভাপতি অধ্যক্ষ মো.শাহাবুদ্দিন তালুকদার, মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, নিশানবাড়িয়া ইউনিয়ন চেযারম্যান আব্দুর রহিম বাচ্চু, উপজেলা যুবলীগের আহবায়ক মোজাম্মেল হক মোজাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সালেহ ও মশিউর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা খম লুৎফর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী।