বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
মোরেলগঞ্জ প্রতিনিধি॥ বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবতীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
অাজ রোববার বেলা ১১টার দিকে সন্ন্যাসী লঞ্চঘাট সংলগ্ন পানগুছি নদীর তীরবর্তী একটি ডোবা থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করে। লাশের গায়ে লাল রংয়ের সোয়েটার ও পায়ে মোজা পড়া ছিল।
মোরেলগঞ্জ থানা ওসি রাশেদুল আলম জানান, সকালে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খরব দিলে স্থানীয় ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।