শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

মেসি, নেইমার, এমবাপ্পের গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি একটি গোল করলেন, বানিয়ে দিলেন আরেকটি। শনিবার ট্রয়েসের বিপক্ষে ৪-৩ গোলে ঘুরে দাঁড়ানো জয়ে প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে লক্ষ্যভেদ করেছেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পেও।

এই জয়ে লিগ ওয়ান টেবিলে পাঁচ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান মজবুত করলো পিএসজি। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট তাদের। লেন্স সমান খেলে ৩০ পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী।

মাত্র তিন মিনিটের মধ্যে মামা ভালদের ভলি পার্ক দে প্রিন্সেসের দর্শকদের নিস্তব্ধ করে দেয়। কিন্তু নেইমারের দারুণ পাসে কার্লোস সোলার গোল করলে ১-১ এ বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে সাত মিনিটে আবার ট্রয়েসকে লিড এনে দেন বালদে। অফসাইডের বাঁশি না বাজলে হ্যাটট্রিক হয়ে যেতো তার। কিন্তু তাদের উদযাপন বেশিক্ষণ থাকেনি। মেসি পিএসজিকে স্বস্তি এনে দেন।

প্রথমে ৩০ গজ দূর থেকে নেওয়া শটে সমতা ফেরান। পরে আর্জেন্টাইন ফরোয়ার্ড থ্রু বলে নেইমারকে দিয়ে তৃতীয় গোল করালে পিএসজি ম্যাচে প্রথমবার লিড নেয়।

ট্রয়েস কিপার গাউথিয়ের গ্যালন বক্সের মধ্যে সোলারকে ফেলে দিলে পেনাল্টি থেকে ৪-২ করেন এমবাপ্পে। তাতে করে পিএসজির তারকাখচিত আক্রমণভাগের তিনজনই গোলদাতার খাতায় নাম লেখেন।

ট্রয়েস শেষ দিকে একটি গোল শোধ দেয় আন্তে পালাভেরসার লক্ষ্যভেদী শটে। কিন্তু পিএসজির জয় থামাতে পারেনি অতিথিরা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com