বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

মেসির আর্জেন্টিনা বাংলাদেশে আসছে জুনে

স্পোর্টস ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: ফিফা বিশ্বকাপের ২২তম আসরে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে আর্জেন্টিনা দল। সেই বিশ্বকাপজয়ী দলকে বাংলাদেশের আনা হচ্ছে। মেসিসহ আর্জেন্টিনা দল বাংলাদেশে আসছে আগামী জুন মাসে। এ বিষয়ে আগামীকাল বিস্তারিত কথা বলবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কাতার বিশ্বকাপের এবারের আসরে আার্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের এক মধুর সম্পর্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশে মেসিদের বিপুল পরিমাণ সমর্থক দেখে পুরো আর্জেন্টিনাবাসীই যেন হক-চকিয়ে উঠে। এরপর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের অফিসিয়াল পেজ থেকে বাংলাদেশকে ধন্যবাদও জানায়।

শুধু তাই নয়, বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিরোপাজয়ীদের অভিনন্দন জানিয়ে বার্তা পাঠায়। সেই বার্তার উত্তরও দেন দেশটির সভাপতি আলবার্তো ফার্নান্দেস। এরপর দুদেশে অ্যাম্বাসী খোলার ব্যাপারেও আলোচনা হয়।

এদিকে বিশ্বকাপজয়ী দলকে বাংলাদেশে আনার জন্য চেষ্টা চালায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার দীর্ঘ প্রচেষ্টা ফল মিলছে। বাংলাদেশের দেয়া নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আলবিসেলেসেন্তরা। চলতি বছরের জুন মাসেই লাল-সবুজের দেশটিতে আসছেন লিওনেল মেসির আর্জেন্টিনা।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো বাংলাদেশের এসেছিলো লিওনেল মেসি ও তার দল। সেবারে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রতি ম্যাচেও অংশ নিয়েছিলেন মেসিরা। সেই ম্যাচে জয় পেয়েছিল আর্জেন্টিনা। নাইজেরিয়াকে ৩-১ গোল ব্যবধানে পরাজিত করেছিল আর্জেন্টিনা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com