শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
নারায়নগঞ্জ প্রতিদিন:: কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে মানুষকে যে গণহত্যা করেছে আর এই গণহত্যার জন্য যারা ইনভেস্ট করেছে তাদেরও কিন্তু দৃষ্টান্তমুলক শাস্তি পেতে হবে। মেয়র আইভীতো আওয়ামী লীগেরই একটা পার্ট, সে তো তখন তাদেররি সাথে ছিলো এবং কাজ করেছে। আর সে যখন নারায়ণগঞ্জ শহরেই অবস্থান করে তাহলে সে কেন গ্রেফতার হবে না। তার নামে তো মামলা হয়েছে।
তিনি জুলাই বিপ্লবের মামলার বিষয়ে বলেন, এখনো কোন মামলার তদন্ত শেষ হচ্ছে না। অত্যন্ত ধীর গতিতে চলছে মামলার কার্যক্রম। এভাবে চলতে থাকলে কবে এই সকল বিচার শেষ হবে তা আমার বোধগম্য নয়।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত হয়ে তাদের মতামত জানান।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সৃষ্টি সূচনা লগ্ন থেকে মেয়রের দায়িত্ব পালন করেছেন তিনি। দায়িত্ব পালনকালে সে তার পরিবার এবং ঘনিষ্ঠজন আবু সুফিয়ানের মাধ্যমে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি সহ আওয়ামী সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে আতংকের জনপথে পরিনত করেছে পুরো নারায়নগঞ্জ জেলাকে।