বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

মেঘনায় জাহাজে ৭ খুনের ঘটনায় গ্রেপ্তার ১

মেঘনায় জাহাজে ৭ খুনের ঘটনায় গ্রেপ্তার ১

চাঁদপুর প্রতিনিধি:: চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল-বাখেরা জাহাজে সাতজনকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম আকাশ মন্ডল ইরফান।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ‘বহুল আলোচিত চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এম.ভি আল-বাকেরা জাহাজে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।’

র‌্যাব আরও জানিয়েছে, এ বিষয়ে আজ দুপুরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

গত সোমবার বিকালে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে লাইটার জাহাজ আল বাখেরা থেকে পাঁচজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে আরও তিনজনকে হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com