মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ২৬ মার্চ শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিল) টি-২০ আসর শুরু হচ্ছে। এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বুধবার বাংলাদেশের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলেই ভারতে রওনা হন মুস্তাফিজ। তিনি টেস্ট দলে না থাকায় ওয়ানডে সিরিজ শেষ করেই আইপিএল খেলতে ভারত এসেছেন।
বিমানে উঠে ফেসবুকে মুস্তাফিজ লিখেছেন,‘এতিহাসিক ও স্মরণীয় ওয়ানডে সিরিজ জিতেছি। এখন সময় আইপিএলের। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে টুর্নামেন্টে আমার সেরাটা দিয়ে আপনাদের গর্বিত করতে পারি। সবাইকে ধন্যবাদ।’ বৃহস্পতিবারই পৌঁছে গেছেন তিনি। তবে প্রথম ম্যাচে তাকে ছাড়াই নামতে হবে দিল্লিকে। কারণ করোনা প্রটোকল মানতে ভারতে পৌঁছে ৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাই দিল্লির প্রথম ম্যাচেই খেলা হবে না মুস্তাফিজের।