মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেই নিজের নতুন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলতে ভারতে যান বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। যাওয়ার আগে বলেছিলেন, ‘আমি আর সাকিব ভাই খেললে দুইটা টিম ভাগ হয় আমাদের দেশে। এখন সবাই আমার দিকেই দেখবে।’ সত্যিই তাই। সবাই মুস্তাফিজের দিকেই তাকিয়ে ছিল। মুস্তাফিজও হতাশ করেননি। আইপিএলের প্রথম ম্যাচেই দ্যুতি ছড়িয়েছেন। সবাইকে মুগ্ধ করেছেন। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেটও শিকার করে নিয়েছেন।
প্রথম ম্যাচে কোয়ারেন্টাইনের জন্য খেলতে পারেননি। দলের দ্বিতীয় ম্যাচে এবার নিজের প্রথম ম্যাচেই ঝলক দেখান। তৃতীয় বলেই ওপেনার ম্যাথু ওয়েডকে সাজঘরে পাঠান। এরপর প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের শেষ ওভারে দুটি উইকেট শিকার করেন। রাহুল তেবাতিয়া ও অভিনব মনোহরকে আউট করে দেন। ম্যাচটিতে দিল্লির হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেন মুস্তাফিজই। তবে দল ১৪ রানে হেরে যায়। কিন্তু মুস্তাফিজ যে বোলিং ঝলকানি দেখান, ম্যাচটিতে দিল্লির হয়ে সবচেয়ে কম রান দিয়ে ৩ উইকেট শিকার করেন, তাতেই বাজিমাত করেন।