মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ডারবান টেস্টে যখন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুমিনুল হক, তখন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডিন এলগার বলেন, টস জিতলে ব্যাটিং নিতেন। ওয়ানডে সিরিজ জিতে যে ছন্দে ছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা, টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই সেই ছন্দপতন ঘটে গেছে। মুমিনুল যেন এলগারদের সুযোগ করে দেন। তাতে করে ম্যাচও ২২০ রানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশও ৫৩ রানে অলআউট হয়ে যায়। ৭ উইকেট নেওয়া স্পিনার কেশভ মহারাজ ও ৩ উইকেট নেওয়া সাইমন হারমারই হারিয়ে দেন।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক জানান, টস জিতে নিজ সিদ্ধান্তেই আগে ফিল্ডিং নিয়েছেন। আর হারের সব দায় তারই। মুমিনুল বলেন, ‘অবশ্যই আমি নিয়েছি (টস জিতে বোলিং)। আমি যদি চাইতাম হয়তো দুটো পেস বোলার এবং দুটো স্পিন বোলার খেলাতে পারতাম। আমি যেহেতু অধিনায়ক, সিদ্ধান্ত তো আমারই। দল জিতলে বা হারলেও দায় আমারই।’ ‘একটা অপশন ছিল-ছয় ব্যাটার নিয়ে খেলার। আমার মনে হয় বাংলাদেশ দল এখনও ওই পর্যায়ে যায়নি যে ছয় ব্যাটার নিয়ে বিদেশে খেলবে। আপনি ছয় ব্যাটার নিয়ে তখনই খেলতে পারবেন যখন সব ব্যাটারের গড় ৫০-এর মতো এবং নিচের দিকে যারা খেলে তারা যদি ব্যাটিং পারে। তখন ছয় ব্যাটার ও পাঁচ বোলার নিয়ে খেলা যায়।’
‘তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনি যদি আমাদের পেস বোলিংটা দেখেন-আমি কিন্তু টসে জিতে বোলিং নিয়েছি এ কারণিই যে-উইকেটের কন্ডিশন যেমন ছিল তা ব্যবহার করার জন্য। হ্যাঁ, একজন পেস বোলার কমিয়ে স্পিনার খেলানো যেত। তাসকিন কিন্তু অলমোস্ট ইঞ্জুরড ছিল।’