বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:২২ অপরাহ্ন

মুন্সিগঞ্জে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ডুবে যায় বাল্কহেড

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা থেকে বরিশালগামী সুরভী-৭ লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে গেছে। বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১১টায় মুন্সিগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ওই লঞ্চের যাত্রী ও বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন জানান, ঢাকা থেকে লঞ্চটি বরিশালে উদ্দেশে যাত্রা করার আনুমানিক দেড় ঘণ্টা পর রাত ১০টা ৫০ মিনিটের দিকে একটি বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডে থাকা শ্রমিকদের নদীতে সাঁতার কাটতে দেখা গেছে।

তিনি আরও বলেন, লঞ্চ নদীর তীরে নোঙর করে লঞ্চের ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে লঞ্চের কর্মচারীরা। ওই যাত্রী জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসেছে।

বিআইড‌ব্লিউটিএর যুগ্ম প‌রিচালক ও ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান জানান, সংশ্লিষ্ট থানায় খবর পাঠানো হয়েছে। এ ছাড়া কোস্টগার্ডও সেখানে যাচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পাারব।

সুরভী-৭ ল‌ঞ্চের যাত্রী প্রকৌশলী মোসা‌দ্দেক হা‌সিব ব‌লেন, বাল্ক‌হেড‌টির কো‌নো লাইট জ্বল‌ছি‌ল না। দ্রুতগ‌তি‌তে চলা সুরভী-৭-এর সঙ্গে প্রথ‌মে বাল্ক‌হেডটির সংঘর্ষ হয়। বিষয়‌টি খেয়াল না করে মানামী লঞ্চ সুরভী‌কে ওভার‌টেক ক‌রে উঠ‌তে গি‌য়ে মানামীর সঙ্গেও বাল্ক‌হেড‌টি ধাক্কা লা‌গে। মানামীর পা‌শে আরও এক‌টি বাল্ক‌হেড ছি‌ল, সে‌টি‌তে অ‌ল্পের জন্য ধাক্কা লা‌গে‌নি।

দুই বাল্ক‌হে‌ডের মাঝখান থে‌কে দ্রুতগামীর মানামী বের হ‌য়ে গে‌ছে। আর সুরভীর পেছ‌নে ছি‌ল পারাবাত-১৮। অ‌ল্পের জন্য সুরভী‌ ল‌ঞ্চে ধাক্কা লা‌গে‌নি পারাবা‌তের। মূলত মানামী, সুরভী ও পারাবাত লঞ্চ নদী‌তে প্রতি‌যো‌গিতার মতো লঞ্চ চালা‌চ্ছি‌ল। পু‌রো দোষ বাল্ক‌হে‌ডের থাক‌লেও এমনভা‌বে লঞ্চ চালা‌নো উ‌চিত নয়। সুরভী ৭ এর তলা ফে‌টে যাওয়ায় এক‌টি চ‌রে নোঙর করা হ‌য়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com