রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জে র্যাবের অভিযানে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মোঃ একরাম হোসেন (২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রোববার (২০ জুন) বিকাল ৪টা ৫৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে একরাম হোসেন নামে এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মোঃ আবু ছালেহ দের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান চালিয়ে একরাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।
এলাকার স্থানীয়রা জানায়, মাদক ব্যবসায়ী একরাম হোসেন দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাসহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে জানা যায়। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধিন রয়েছে।