শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী বাজারের কাজী মার্কেটে অবস্থিত ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড প্যাথলজিতে একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন মোসা. সোমা নামের এক প্রসূতি মা।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে জন্ম নেওয়া তিন শিশুকে ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড প্যাথলজি সেন্টারে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা রয়েছে। প্রসূতি মা সোমা ও নবজাতকেরা সবাই সুস্থ আছে।
হাসপাতালটির গাইনি চিকিৎসক ডা. আমেনা খাতুন তানিয়া এবং অ্যানেস্থেসিয়া চিকিৎসক নাসিরউদ্দিন ইকবালের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়।
ওই তিন শিশুর বাবা মো. লিমন হোসেন টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌষার গ্রামের বাসিন্দা। তিনি বলেন, আমার স্ত্রীকে নিয়মিত চেক-আপ করতেন ডা. আমেনা খাতুন তানিয়া। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই তিন ছেলে সন্তানের বাবা হলাম। শিশুরা সবাই সুস্থ আছে। ক্লিনিকের ডাক্তাররা নিয়মিত খোঁজ-খরব রাখছেন। আমি সবার দোয়া কামনা করছি।