শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি॥ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের হতদরিদ্র রহিদুল ইসলামের মেয়ে মুন্নি আক্তার এস.এস.সি. পরীক্ষায় আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। মুন্নির বাবা রহিদুল ও মা আলেয়া বেগম মুন্নির ভালো ফলাফলে খুবই খুশি। মুন্নির ইচ্ছা সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। কিন্তু হত দরিদ্র পিতা জানায় তার পক্ষে মেয়ের পড়ালেখার খরচ চালিয়ে যাওয়া সম্ভব নয়। তিন সন্তানের তার সংসার। শুধু ভিটের মাটি ছাড়া তার কিছুই নেই। মুন্নি’র আরো দুই জন ছোট ভাই রয়েছে। মুন্নি’র মেধা অনুযায়ী ভবিষ্যতে সে বড় কিছু করতে পারবে। কিন্তু অসহায় রহিদুলের পরিবারের পক্ষে তার ব্যয় ভার বহন করা খুবই কঠিন। মুন্নি’র ভবিষ্যত লক্ষ্যে পৌঁছাতে সরকার, দানশীল ব্যক্তি বা সংস্থার সাহায্য সহযোগিতা কামনা করেন তার হতদরিদ্র বাবা-মা।