রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

মুক্তির আগেই শাহরুখের ২ সিনেমার আয় ৬০০ কোটি

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে চলতি বছর রুপালি পর্দায় ফিরেন বলিউড বাদশা শাহরুখ খান। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করে দর্শকদের। পাশাপাশি বক্স অফিসে ঝড় তুলেছিলেন এই অভিনেতা।

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ ও ‘ডানকি’। দুটো সিনেমাই চলতি বছরের শেষের দিকে মুক্তির কথা রয়েছে। কিন্তু মুক্তির আগেই সিনেমা দুটো থেকে শাহরুখ ৬০০ কোটি টাকার বেশি আয় করেছেন।

শাহরুখ খানের ঘনিষ্ঠজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘‘জওয়ান’ সিনেমার ডিজিটাল সেটেলাইট এবং গানের স্বত্ত্ব ২৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। অন্যদিকে ‘ডানকি’ সিনেমার ডিজিটাল সেটেলাইট এবং গানের স্বত্ত্ব ২৩০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।’’ দুটি সিনেমার মোট স্বত্ত্ব বিক্রি হয়েছে ৪৮০ কোটি রুপিতে। বাংলাদেশি মুদ্রায় ৬৩৩ কোটি ৩২ লাখ টাকার বেশি।

বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইড এক প্রতিবেদনে জানিয়েছে, ‘জওয়ান’ সিনেমার গানের স্বত্ত্ব কেনার জন্য অনেক কোম্পানি চেষ্টা করেছে। তবে ৩৬ কোটি রুপিতে সিনেমাটির গানের স্বত্ত্ব কিনেছে টি-সিরিজ।

‘জওয়ান’ সিনেমা পরিচালনা করছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। প্রযোজনা করছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। আগামী ৭ সেপ্টেম্বর এটি মুক্তির কথা রয়েছে।

অন্যদিনে রাজকুমার হিরানি নির্মাণ করছেন ‘ডানকি’ সিনেমা। সিনেমাটিতে সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। এতে শাহরুখের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com