রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে কাভার্ড ভ্যান ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্যসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের রায়পুর এলাকার মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া এলাকার মো. শামছুদ্দিনের ছোট ছেলে মো. সুমন (২৮) ও বড় ছেলে মো. শেখ ফরিদ (৩০)। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, বুধবার রাত ১১টার দিকে সোনাপাহাড় এলাকায় যাত্রীবাহী একটি বাস ও লরির মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। এসময় রাস্তার পাশে থেমে থাকা লরিটির পেছনে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে পেছনে দাঁড়ানো চার ব্যক্তি নিহত হন। এ সময় পুলিশের দুই সদস্যসহ চারজন আহত হন। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়িই হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।