রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন পোল্যান্ডের ক্যারোলিনা

বিনোদন ডেস্ক:: ‘মিস ওয়ার্ল্ড ২০২১’ বিজয়ী হলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কা। বুধবার (১৬ মার্চ) রাতে পুয়ের্তো রিকোর সান জুয়ানে বসেছিল এই সুন্দরী প্রযোগিতার চূড়ান্ত আসর।

এতে প্রথম রানার আপ হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি, দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। মিস ওয়ার্ল্ডের অফিশিয়াল ওয়েব সাইটে এসব তথ্য জানানো হয়েছে।

এদিন ক্যারোলিনাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী টনি-অ্যান সিং। এ সময় আনন্দে কেঁদে ফেলেন ক্যারোলিনা। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন—‘যখন আমার নাম ঘোষণা করা তখন আমি হতবাক হয়ে যাই। এখনো বিশ্বাস করতে পারছি না। মিস ওয়ার্ল্ডের মুকুট পরে আমি সম্মানিত বোধ করছি। পুয়ের্তো রিকোর বিস্ময়কর এই মুহূর্ত এ জীবনে ভুলতে পারব না।’

ক্যারোলিনা বর্তমানে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাকোত্তর পড়ছেন। পাশাপাশি পিএইচডি ডিগ্রি নেওয়ার পরিকল্পনা করেছেন। মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সাঁতার কাটা, ব্যাডমিন্টন খেলা ও স্কুবা ডাইভিং পছন্দ করেন ক্যারোলিনা। ভবিষ্যতে মোটিভেশনাল স্পিকার হওয়ার স্বপ্ন দেখেন এই বিজয়ী।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন জানিয়েছে, দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন ক্যারোলিনা, সেরকম কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন তিনি। ‘জুপা না পিত্রিনি’ নামে তার একটি সংগঠন রয়েছে। এর মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করে থাকেন। সপ্তাহে প্রতি রোববার এই সংগঠনের মাধ্যমে গরম খাবার, পানি, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেওয়া হয় পোল্যান্ডের ৩০০ মানুষের কাছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com