বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:২০ অপরাহ্ন

মিস ইউনিভার্স জিতলেন বনি গ্যাব্রিয়েল

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: ‘মিস ইউনিভার্স ২০২২’ বিজয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের মডেল আর’বনি গ্যাব্রিয়েল। স্থানীয় সময় শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু।

মিস ইউনিভার্সের তথ্য অনুসারে, ৭১তম এই আসরে বিশ্বের ৮৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেছেন গ্যাব্রিয়েল। এবারের আসরে প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল ও তৃতীয় রানার আপ হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।

গ্যাব্রিয়েল পেশায় একজন ফ্যাশন ডিজাইনার ও মডেল। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। সে হিসেবে ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com