শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

মির্জা ফখরুলদের বর্তমান কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে : বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিনিধি।।

সোমবার (১ এপ্রিল) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের হাজার বছরের সোনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করেছে অপর দিকে মির্জা ফখরুল ইসলাম গংরা তাদের অতীত ইতিহাস, তাদের পূর্ব পুরুষের পিতৃ পরিচয়, তাদের বর্তমান কর্মকাণ্ড সব কিছুই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে।

আজ দুপুরে মাদারীপুর শহরের তার নিজ বাসভবনের সাংবাদিকদের সাথে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। ঢাকা-৮ আসনের এই এমপি আরও বলেন, ‘মির্জা ফখরুলরা সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষে। সাম্প্রদায়িক রাজনীতি করে যারা সামপ্রদায়িকতার বিষবাষ্প ছড়ায় যারা সেই অশুভ শক্তির সাথে মির্জা ফখরুলদের সব চাইতে ভালো মিত্রতা।’

তিনি এসময় বিএনপির সমালোচনা করে বলেন, ‘দুনীতি সন্ত্রাস এগুলোই তাদের নীতিতে পরিণত হয়েছে। বিগত দিনে এগুলোই তাদের অর্জন।’ এসময় তিনি বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবির সমালোচনা করে বলেন, ‘যারা বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ চায় তারা কি বুয়েটকে আলাদা উপত্যকা বানাতে চায়? যারা স্বাধীনতাবিরোধী তারাই বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ চায়।’ বুয়েটে ছাত্র- শিক্ষকরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম বজলুর রহমান মন্টু খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com