বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

মিরপুরে দারুসসালাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : রাজধানীর মিরপুরে দারুসসালাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠেছে। অভিযোগকারী আব্দুল কাদের জানান, তার ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে।

এই বিদ্যালয়ের ৯৭ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন অভিযোগ স্বীকার করে বলেন, ছবির অস্পষ্টতা থাকায় এই সমস্যা হয়েছে। তবে তিনি পোলিং অফিসারকে সতর্ক করে দিয়েছেন, যেন জাতীয় পরিচয়পত্র দেখে নিশ্চিত হয়ে ভোট দেওয়ার সুযোগ দেয়। এ ছাড়া অভিযোগকারী ভোটারকে বিশেষ ব্যবস্থায় ব্যালট দিয়ে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার কথাও জানান তিনি।

এই কেন্দ্রের ৬টি বুথে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৮৯টি বুথ কাস্ট হয়েছে। কেন্দ্রের পরিবেশ শান্ত। তবে দু’একজন ভোটার বাইরে থেকে অভিযোগ করেছেন ভোট দিতে গিয়ে তাদের ভোগান্তি হচ্ছে। কেউ কেউ সিরিয়াল ও ভোটার নম্বর নিয়েও ভোট দিতে না পেরে ফিরে এসেছেন।

উল্লেখ্য, রবিবার সকাল ৮টায় সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com