বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

মা-বাবাকে খুজঁছে প্রতিবন্ধি শিশু সোহেল

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারী রেলওয়ে স্টেশনে পাওয়া প্রতিবন্ধি শিশু সোহেল তার পরিবারের কাছে ফিরতে চায়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আদিতমারী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে মঙ্গরবার (২৩ মে) রাতে কান্না করছিল প্রতিবন্ধি শিশু সোহেল। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার পরিচয় সনাক্ত করতে না পেয়ে আদিতমারী থানায় খবর দেয়। পুলিশ তাকে থানা হেফাজতে শিশু বান্ধব অফিসারের নিবিড় পরিচর্যায় রাখে।

অনেক চেষ্টার পরে পুলিশকে দেয়া তথ্যে প্রতিবন্ধি শিশুটি নিজের নাম সোহেল (১০), বাবার নাম আব্দুর রাজ্জাক ও মায়ের নাম কাজলী জানালেও ঠিকানা বলতে পারে নি। শিশু সোহেলকে তার পরিবারের কাছে পৌছে দিতে সকলের সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সেফবুকের সন্ধান চেয়ে স্ট্যাটাস দেয় থানা পুলিশ।

শিশু সোহেলকে কেউ চিনলে বা তার পরিবারের ঠিকানা জানা থাকলে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হকের সাথে ০১৩২০১৩৪৩৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com