মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

মাশরাফি বিন মর্তুজা বোলিং ঝলক দেখালেন

ম্যাচ জিতিয়ে ম্যাচ সেরা মাশরাফি বিন মর্তুজা ছবি : বিসিবি

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে খেলাঘর। ৪৮ ওভারে ১৯৮ রান করতেই অলআউট হয়ে যায়। সপ্তম ওভারের শেষ বলে হাসানুজ্জামানকে আউট করে মাশরাফি তার অসাধারণ বোলিংয়ের যাত্রা শুরু করেন। এরপর মাঝপথে আর কোন উইকেট পাননি। শেষে গিয়ে খেলাঘর যখন ১৯৮ রানে যায়, তখন এক ওভারেই ৩ উইকেট নিয়ে ফেলেন মাশরাফি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু এখন জাতীয় দলের সীমানা থেকে অনেক দূরে। ২০২০ সালের মার্চ মাসে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেন। জি¤॥^াবুয়ের বিপক্ষে সেই ম্যাচটির পর আর জাতীয় দলের সাথে নেই মাশরাফি। কোনভাবেই নেই। তবে ঘরোয়া ক্রিকেট লিগের জনপ্রিয় আসল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ঠিকই খেলছেন। আজ (বুধবার) তো বল হাতে ঝলকও দেখিয়েছেন। ৪ উইকেট শিকার করে নিয়েছেন মাশরাফি। সেটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই। তাতে করে লিজেন্ডস অব রূপগঞ্জও ২ উইকেটে খেলাঘর সমাজকল্যান সমিতিকে হারিয়েছে। দিনের আরেক ম্যাচে সিটি ক্লাবের কাছে ৪ উইকেটে ধরাশায়ী হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

৪৮তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশা জাগান। ইফতেখার সাজ্জাদ ও মাসুম খানকে আউট করে দেন। পঞ্চম বলটিতে আর উইকেট নিতে না পারলেও ষষ্ঠ বলে আবার উইকেট নিয়ে ওভার হ্যাটট্রিক করেন মাশরাফি। তাতে ৪ উইকেট শিকার হয়ে যায়। ৮ ওভারে ১ মেডেনসহ ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন ম্যাচ সেরা মাশরাফি। এরপর ব্যাট হাতে বিপদে পড়ে গিয়েছিল রূপগঞ্জ। কিন্তু শুরুতে চিরাগ জানি (৭২) ও শেষে তানভির হায়দার (৫১*) ম্যাচ জেতান। হারের মুখেই পড়ে গিয়েছিল রূপগঞ্জ। ৮ উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারে গিয়ে ১৯৯ রান করে জিতে রূপগঞ্জ। এই জয়ে পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকে রূপগঞ্জ।

দিনের আরেক ম্যাচে বিকেএসপি ৪ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিং করে ৪৭.২ ওভারে ১৭৫ রান করে অলআউট হয়ে যায় শাইনপুকুর। ম্যাচ সেরা রাজিবুল ইসলাম ৩টি উইকেট শিকার করেন। শাইনপুকুরের ইনিংসে সবচেয়ে বেশি সাজ্জাদুল হক ৩৭ রান করেন। জবাবে ৬ উইকেট হারিয়ে ৪০.৪ ওভারে ১৭৯ রান করে জিতে সিটি ক্লাব। শাহরিয়ার কমল ৫৫, জাকিরুল আহমেদ ৪৬ ও আশিক উল আলম নাইম অপরাজিত ৪৪ রান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com