শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ আজ বুধবার শ্রীলঙ্কার কলম্বোয় মালদ্বীপের জালে ৫ গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। জয় তুলে নিয়েছে পল স্মলির শিষ্যরা। মালদ্বীপকে হারিয়ে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
প্রথমবার ভারতের মাটিতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলে জয়ে হ্যাটট্রিক করেছিল মিরাজুল ইসলাম। সেই মিরাজুল আজ বুধবার আবার হ্যাটট্রিক পেয়েছে। তবে ভিন্ন মঞ্চে। কলম্বোয় অনুষ্ঠানরত সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের সেই মালদ্বীপের বিপক্ষে মিরাজুল মেতে উঠেছে গোল উৎসবে। বাংলাদেশের ৫-০ গোলের বিশাল জয়ে শেষ ৩টি গোল এই স্ট্রাইকারের। প্রথম গোলেও সে অবদান রেখেছে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারায় বাংলাদেশের কিশোররা। এ নিয়ে টানা দুই জয়ে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন হয়ে শেষ উঠল তারা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্স-আপ দল। সেখানে লড়ছে ভারত, ভুটান ও নেপাল। বুধবার শ্রীলংকায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫-০ গোলে।
দুই ম্যাচ জিতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের নিশ্চিত করলো। বাংলাদেশ খেলেছে ‘এ’ গ্রুপে। সেমিফাইনালে বাংলাদেশ লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে। ‘বি’ গ্রুপের ৩ দল ভারত, নেপাল ও ভুটান।
ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে বাংলাদেশ। সফলতা আসতে বেশি সময় নেয়নি পল স্মলির শিষ্যরা। পঞ্চম মিনিটে ফয়সালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
৩৭তম মিনিটে বাংলাদেশকে দ্বিতীয় গোল এনে দেন মুর্শেদ আলী এতে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে চন্দন রায়ের লম্বা ক্রস বক্সের বাঁ প্রান্তে পেয়ে যান মুর্শেদ। মালদ্বীপের এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে দিয়ে খানিকটা ভেতরে ঢুকে ডান পায়ের শটে কাছের পোস্টে লক্ষ্যভেদ করেন তিনি। আসরে এটি তার তৃতীয় গোল।
৭৫ মিনিটে মিরাজুল ইসলাম দুই গোল করলে বাংলাদেশের লিড দাঁড়ায় ৪-০। এরপরও একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশের কিশোররা। কিন্তু ব্যবধান আর বাড়াতে পারছিল না। ইনজুরি সময়ে মিরাজুল হ্যাটট্রিক পূরণ করলে ৫-০ গোলের জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করে ফয়সাল-ইমরানরা। তিন মিনিট বাদেই আবারও গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করে মিরাজুল ইসলাম। বাকি সময়ে আর গোল না হলেও মালদ্বীপকে ঘুরে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ।
ম্য্যাচটা ভুলে যেতে চাইবে মালদ্বীপের গোলকিপার আবদুল্লাহ রাজেফ। কোনো প্রতিরোধই সে গড়তে পারেনি। বারের নিচে ছিল নড়বড়ে। অন্যদিকে ৪-০ হওয়ার পর বাংলাদেশ গোলকিপার আসিফকে বদলে দ্বিতীয় গোলকিপারকে সুযোগ দিয়েছে। বাংলাদেশ হেসেখেলেই ৬০ শতাংশ বলের দখল রেখেছে এই ম্যাচে।