মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারশনের আয়োজনে আগামীকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে, ‘মার্সেল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। যেখানে ১৮০০ এর উপরের রেটিং প্রাপ্ত দাবা খেলোয়াড়গণ এবং আমন্ত্রিত বয়সভিত্তিক প্রতিভাবান খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। ৯দিন ব্যাপী এই প্রতিযোগিতায় প্রাইজমানি রয়েছে ১ লাখ ৮১ হাজার টাকার। এছাড়াও রয়েছে ওয়ালটনের গিফট সামগ্রী।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়াকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকাবল বিন আনোয়ার ডন, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় অংশগ্রহণে আগ্রহী ১৮০০ বা এর উপর রেটিং প্রাপ্ত দাবা খেলোয়াড়রা আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে নির্ধারিত এন্ট্রি ফি-সহ নাম জমা দিতে পারবেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ এক লাখ ৮১ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হবে।