সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ‘মার্সেল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২২’ এ বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। তিনি ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।
৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ রানার-আপ হয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ৪ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের অনত চৌধুরী তৃতীয়, শেখ রাসেল চেস ক্লাবের শফিক আহমেদ চতুর্থ, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান পঞ্চম ও শেখ রাসেল চেস ক্লাবের শওকত হোসন পল্লব ষষ্ঠ স্থান লাভ করেন।
৯ রাউন্ড সইস-লিগ পদ্ধতিতে ৬০ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ীদের মোট নগদ এক লক্ষ আশি হাজার টাকা অর্থ পুরস্কার ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হয়। এদের মধ্যে চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ নগদ পঞ্চাশ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী, রানার-আপ ফিদে মাস্টার শেখ নাসির ত্রিশ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী ও তৃতীয় অনত নগদ বিশ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী পুরস্কাল লাভ করেন।
বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মো. মোতাহার হোসেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহিী কমিটির সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি। এছাড়াও বক্তব্য রাখেন আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ। ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ এ সময় উপস্থিত ছিলেন।