বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
মো: শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ (বাগেরহাট) পতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১২৩ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল বাশার খানের মৃত্যুতে মঙ্গলবার স্মরণসভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি’র ইন্সট্রেক্টর বাবলু রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শর্মিষ্ঠা মন্ডল, বিশ^জিৎ কর্মকার,সুবির কুমার ঘোষ,মনিরুল ইসলাম, সজল মহলি । বিদ্যালয়ের সহ সভাপতি মো: নাছির উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বরিন্দ্রনাথ হালদার, কেকে পোলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার এনছান উদ্দিন, গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল আহসান বাবলু, খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, এনায়েতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক শামীম, সাবেক প্রধান শিক্ষক খান মাইনুল ইসলাম, বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসেনে আরা হাসি, জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদ,বরুজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাসুম জাকারিয়া,জাহাঙ্গীর হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন তাছনিম হোসেন মানজার।
ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।