সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাচপীর কবরস্থান থেকে (৩১ আগস্ট) রোববার ৮ বছরের এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় লাশের বিভিন্ন অংশ নমুনা হিসেবে গ্রহন করেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, সহপরিবারে কাজের জন্য নারায়গঞ্জে যায় সুরাতুনের পরিবার। সংসার জীবনে ১৩ বছরের মাথায় নেমে আসে কলহ বিবাদ। স্বামী মুনিরুজ্জামান প্রায় সময় টাকার জন্য চাপ দিতো সুরাতুনকে। ২০২৪ সালের ৯ আগস্ট টাকার জন্য মারপিটও করে এবং বলে যে টাকা না দিলে তোমাকে ও তোমার ছেলেকে মেরে ফেলবো। কথাবলার ৩দিনের মাথায় ১৩ আগস্ট বিছানার নিচে ৪০ হাজার টাকা নিয়ে শিশুপুত্র নয়নকে শ্বাসরোধ করে হত্যা করে দূর্বৃত্তরা। এঘটনায় নারায়গঞ্জের ফতুল্লার সুজন ও নিহতের পিতাসহ ৮জনের বিরুদ্ধে নারায়নগঞ্জ চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করেন সুরাতুন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন এবং লাশের বিভিন্ন অংশের নমুনা নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩১ আগস্ট উপজেলা নির্বাহি কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশে আমরা লাশের নমুনা সংগ্রহ করেছি। এটি রাসায়নিক পরিক্ষাগারে পাঠানো হবে। রির্পোট পেলেই লাশের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।