বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি : বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আফরোজা আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সোমবার (১৫ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর (টেনারিমোড়) এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ।আফরোজা আক্তার এই গ্রামের আজগর আলীর মেয়ে। সে গড়পাড়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পরিবারের দাবি, আফরোজা ২ মাসের গর্ভবতী ছিলো, প্রেমিক সাব্বির হোসেনের (১৯) বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকা আফরোজা আক্তার (১৩) আত্মহত্যা করেছে করেছেন বলে জানাযায়।

নিহতের বড় বোন সুরমা আক্তার বলেন, পার্শ্ববর্তী বাড়ির মোঃ মকুল মিয়ার ছেলে সাব্বির হোসেনের (১৯) সাথে প্রেমের সম্পর্ক ছিলো তার বোনের। গত দুই মাস আগে আমাদের বাড়িতে রাতে সাব্বির ও আমার বোনকে এক কক্ষে সন্দেহজনক ভাবে দেখতে পাওয়া যায়।

সে সময় মানসম্মানের ভয়ে কাওকে কিছুই বলিনি। শুধু মাত্র সাব্বিরের পরিবারের কছে জানাই তাদের ছেলেকে শসন করার জন্য। গত ২দিন আগে আমার বোন পরীক্ষা করে প্রেগনেন্সির টেস্ট কিট সাব্বিরের কাছে পাঠায়। পরে বিষয়টি আমার দাদি জানতে পারে।

নিহতের দাদি মানিকজান বেগম বলেন, এ ঘটনার জন্য সাব্বিরকে দায়ি করেন নাতনি। এই বিষয়গুলি সাব্বির অস্বীকার করলে আমার নাতনী নানান দুশ্চিন্তায় আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।

সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আফরোজার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com