রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি:: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পাচুরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস, কাঁচামালের ট্রাক ও মাটি বোঝাই ড্যাম ট্রাকের সংঘর্ষে ট্রাক ডাইভার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন দুর্ঘটনা কবলিত কাঁচামাল বোঝাই ট্রাকের চালক ছিলেন। তিনি ফরিদপুরের শিবরামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে বলে জানা যায়।

বিসমিল্লাহ পরিবহনের যাত্রীরা জানান, তারা আটরশি দরবার শরীফের উদ্দেশ্য নেত্রকোনার মদন উপজেলা থেকে যাত্রা শুরু করেছিলেন। বাসের যাত্রী আহত মিজানুর রহমান, ইনসান আলী ও অজুফা বেগম বলেন, বিসমিল্লাহ পরিবহনের চালকের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা আরো বলেন, বারবার গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাতে অনুরোধ করলেও চালক তাদের অনুরোধ রাখেননি।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: শামীম আল মামুন জানান, সকালে ফরিদপুরগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী একটি ট্রাকের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। লাশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com