রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

মাদারীপুর পুলিশ সুপারের উদ্যোগে হুইলচেয়ার প্রদান

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আজ বুধবার সকালে নিজ কার্যালয়ে দুর্ঘটনায় মেরুদন্ড ভেঙ্গে পঙ্গু হওয়া মাদারীপুরের কালকিনির মোখলেস শিকদারকে একটি হুইলচেয়ার, এক মাসের খাবার ও ঈদ উপলক্ষে শাড়ি প্রদান করা হয়েছে।

গত ৯ এপ্রিল সংবাদ মাধ্যমে ‘একটি হুইলচেয়ারের জন্য মোখলেসের আকুতি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসলে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল হুইলচেয়ার প্রদানের কথা জানান। এছাড়া আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওয়াদুদ মিয়া (জনি মিয়া) একমাসের খাবার হিসেবে এক বস্তা চাল, ডাল, তেল, লবন, আটা, মুড়ি, ছোলা, লবন, চিনি, পোলাও এর চাল, সেমাই, সাবান, সাবানের গুড়াসহ নানা খাবার এবং নগদ এক হাজার টাকা এবং নকশি কাথা নামের একটি সংগঠন থেকে একটি শাড়ি দেয়া হয় প্রতিবন্ধী মোখলেস সিকদার এর স্ত্রীকে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম, মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা, নকশি কাথা-মানুষ মানুষের জন্য সংগঠনের উপদেষ্টা এসএম আরাফাত হাসান, নকশি কাথার সাধারণ সম্পাদক সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, সাংবাদিক মেহেদী হাসান সোহাগ, বিধান মজুমদার, জুবায়ের জাহিদ প্রমুখ।

হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়ে মোখলেস সিকদার বলেন, আমি ধন্যবাদ জানাই মাদারীপুর জেলা পুলিশ সুপার মহোদয়কে, তিনি আমার মতো একজন পঙ্গু মানুষকে হুইলচেয়ার দিলেন। আমি ধন্যবাদ জানাই প্রবাসী জনি মিয়াকে। তিনি আমাকে ১ মাসের খাবার দিয়েছেন। তারা যেন সব সময় এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ান।

ইতালি প্রবাসী ওয়াদুদ মিয়া (জনি মিয়া) বলেন, মানুষকে সাহায্য করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। যতোদিন বেঁচে থাকি এভাবেই যেন অসহায় মানুষের পাশে থাকতে পারি।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, একজন পঙ্গু মানুষ হুইলচেয়ারের জন্য কষ্ট করছেন, তাকে উপকার করতে পারলে নিজের কাছেই ভালো লাগবে। এই মানবতার দৃষ্টিকোন থেকে নিজে উদ্ভুদ্ধ হয়ে তাকে সাহায্য করেছি। আমি মনে করি সমাজের প্রতিটি বিত্তবানদের উচিৎ সমাজের প্রতিটি গরীব দুঃখীদের পাশে দাঁড়ানো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com