রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

মাদারীপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শুক্রবার দুপুরে শহরের দুটি বাসায় তল্লাশি চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন, পলাশ মন্ডল (৩৫), মনতোষ সরকার (৩২), আকরাম হোসেন (২৪), অপূর্ব হাওলাদার (৩৫), বিনয় ভক্ত (২৭), অনাদী বিশ^াস (২৭), শশাঙ্ক বৈদ্য (৩২), তানভীর আহম্মেদ (৩১), মৃদুল হালাদার (৩০), আশিষ বালা (২৯), মৃত্যুঞ্জয় বালা (২৫), অলোক বালা (২০), সন্তোষ হালদার (৪০), সুরঞ্জন পান্ডে (৪২), মকসেদুল আলম (৩৫)।।এসময় প্রশ্নফাঁস চক্রের কাছ থেকে ল্যাপটপ, ডিভাইস, প্রিন্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল উদ্ধার করা হয়েছে।মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুমন কুমার দেব জানান, গতকাল থেকেই আমরা এই চক্রটির বিষয়ে অবগত হয়ে আমরা এদের গতিবিধি নজরদারিতে রেখেছিলাম। পরে শুক্রবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হলে তাদের সরবরাহ করা প্রশ্নপত্রের সাথে হুবহু মিল পাওয়া গেলে আমরা গোয়েন্দা পুলিশের একটি টিম নিয়ে শহরের পাঠককান্দি এলাকার দুটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫ জন প্রশ্নফাঁস চক্রের সদস্যকে গ্রেপ্তার করি এবং তাদের সাথে থাকা বিভিন্ন ইলেকট্রনিকট মালামলা উদ্ধার করি।তিনি আরো জানান, আটককৃতদেরকে আরো ব্যাপক ভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা সারা বাংলাদেশের প্রশ্নফাস চক্রকে ধরার চেষ্টা করবো এবং আটককৃতদের আইনের আওতায় নিয়ে আসবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com