বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

মাদারীপুরে বাস চাপায় নিহত ২

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের ভাঙ্গাব্রীজ এলাকায় ঈগল পরিবহনের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যান চালক শুকুর গাজী (৩০) ও যাত্রী আমির বেপারী (৩৭)নামে দু’জন নিহত হয়েছে।
এসময় পালিয়ে যাওয়ার সময় মটরসাইকেল ধাওয়া করে গোপালপুর নামক স্থানে গাড়ী থামালে উত্তেজিত জনতা গাড়ীটি ভাংচুর করে। তবে গাড়ীর চালক ও হেলপার পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের গুড়ি, বিদুৎতের খুটি দিয়ে ঘন্টা ব্যাপি সকল রকম যানচলাচল বন্ধ করে দিয়ে দুটি ঈগল গাড়ীসহ কয়েকটি পরিবহন ভাংচুর করে।

শনিবার দুপুরে ভাঙ্গাব্রীজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এ সংবাদে কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান, ওসি ডাসার হাসানুজ্জামান, অভিযুক্ত গাড়ীর চালকসহ দোষিদের আইনের আওতায় আনার আশ্বাসে মহাসড়কের ব্যারিকেট তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। মৃতদের মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতরা হচ্ছেন, বালীগ্রাম ইউনিয়নের কর্নপাড়া গ্রামের শফিক গাজীর ছেলে শুকুর গাজী ও একই ইউনিয়নের ধুয়াসার গ্রামের বড়ধনুয়া এলাকার জোরাল বেপারীর ছেলে। আহতরা হলেন, বালীগ্রাম ইউনিয়নের কর্নপাড়া গ্রামের র্নিমল হালদারের ছেলে লিটু হালদার ও একই গ্রামের চিত্ত হালদারের ছেলে স্বপন হালদার। আহতরা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এব্যপারে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ও কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন, আমরা সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সড়ক দুর্ঘটনার নিহতদের মরদেহ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। এবং ঈদল পরিবহনটি জব্দ করি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com