বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
ম.ম.হারুন অর-রশিদ, মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের রাজৈরে বজ্রপাতে কাজল বাড়ৈ (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজল বাড়ৈ উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা জ্ঞান বাড়ৈর ছেলে।
নিহতর চাচা শংকর বাড়ৈ জানান, কাজল বাড়ৈ বাড়ির পাশে তাদের নিজেদের জমির ধান কাটার সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দ করে বজ্রপাত হয়। বজ্রপাতের আগুন তার শরীরে এসে পড়ে। সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে। এসময় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় ঘোষ জানান, ঘটনাটি আমরা হাসপাতালের মাধ্যমে জেনেছি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।