শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
মাদারীপু প্রতিনিধি::
মাদারীপুরের ডাসারে খালের পানিতে ডুবে মোস্তাকিন বেল্লা (১১ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ডাসার থানার পশ্চিম খান্দুলি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে পশ্চিম খান্দুলি গ্রামের সোহাগ হাওলাদার এর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, মোস্তাকিন বেল্লা মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলারত অবস্থায় সবার অগোচরে বাড়ির পাশে খালের পানিতে ডুবে যায়। চারদিকে খোঁজা-খুঁজি করে না পেয়ে খালে নামলেই ঘাটলার নিচে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। পরক্ষনে শিশুটিকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।