শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

মাদারীপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফল বিক্রেতার মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি::

ফরিদপুরের শিবচরে সিরাজুল ইসলাম নামের এক ফল ব্যবসায়ী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের মাঝে আহাজারি চলছে। মৃত সিরাজুল ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার নারানদিয়া গ্রামের ফেলু শেখের ছেলে।

শনিবার বেলা ১১টার সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় সিরাজুল ইসলামকে গত সোমবার (২৪ সেপ্টেম্বর) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার আশংকাজনক দেখে কর্তব্যরত ডাক্তার সিরাজুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।

শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোকাদ্দেস শাহিন জানান, গত ২৪ সেপ্টেম্বর সিরাজুল ইসলাম নামে এক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার আশংকাজনক দেখে পরেরদিন ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। পারিবারিক সূত্রে জানতে পারলাম সকালে সিরাজুল ইসলাম মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com