রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরের কালকিনিতে ডিজিটাল মাদক ব্যবসায়ি খ্যাত নয়ন খান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে বাড়িতে সিসি ক্যামেরা, অস্ত্র ও নারীদের ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করত। এ সময় তার বাড়িতে অভিযান চালিয়ে ১ টি সুটারগান, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক নয়ন খান কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের বাবুল খানের ছেলে।
রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, নয়ন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন নারীদের ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। সে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অস্ত্র ব্যবহার করত। তাকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মাদারীপুর পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, আমাদের কাছে গোপন সংবাদ ছিলো কালকিনির পশ্চিম সাহেবরামপুর এলাকায় নয়ন খান নামের যুবক মাদক ব্যবসা করে আসছে। এই সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে নয়নকে আটক করে। পরে তার দেয়া তথ্যানুসারে বাড়িতে তল্লাসী চালিয়ে ১ টি সুটারগান, ২ রাউন্ড গুলি ও ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, এই ডিজিটাল মাদক ব্যবসায়ী বাড়িতে সিসি ক্যামেরা রেখেছিল। তার বাড়িতে কারা আসে কেন আসে সেগুলো ঘরে বসেই যাতে দেখতে পারে সেজন্য বাড়ির পাশের গাছের সাথে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল।