শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি::
জমিতে হাল চাষ করে ফেরার সময় ট্রাক্টর উল্টে আল-আমিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ট্রাক্টরটি ভাড়ায় এনে নিজ এলাকার জমি চাষ করতেন।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার কালকিনি উপজেলার শিকার মঙ্গল ইউনিয়নের ভবানিপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আল আমিন কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরাই কান্দি এলাকার জাহাঙ্গীর শিকদারের ছেলে।
স্থাণীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শিকার মঙ্গল ইউনিয়নের ভবানিপুর গ্রামের জমিতে হাল চাষ করে ফেরার সময় ইটের রাস্তা থেকে ট্রক্টরটি উল্টে খাদে পরে যায়। এসময় গাড়ির নিচে চাপা পরে চালক আল আমিনের মৃত্যু হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাক্টরটি উল্টে খাদে পরে গেলে ট্রাক্টরের নিচে চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা ঘটনাস্থল গিয়েছি এবং আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।