রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকায় ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে এ দুঘর্টনা ঘটে। তবে চাপা দেয়া ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন- জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের হারুণ ফরাজীর ৩৬ বছর বয়সী স্ত্রী জিয়াসমিন বেগম ও তার মেয়ে ৭ বছর বয়সী মাহফুজা আক্তার।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে কাঠের ভ্যানযোগে শিবচর শহরের দিকে আসছিল জিয়াসমিন বেগম ও তার মেয়ে। এসময় মাদারীপুরগামী একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের নিচে পড়ে মেয়ে মাহফুজা আক্তার মারা যায়। গুরুতর আহত মা, ভ্যানচালক ও আরেক যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মা জিয়াসমিন বেগমও মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ট্রাকটি ভ্যানের যাত্রিসহ চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশের একাধিক টিম নামানো হয়েছে খুব দ্রুতই ট্রাক ও চালককে আটক করা যাবে।