রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

মাদারীপুরে জয়ী ইউপি সদস্যের ৯ নেতাকর্মির বাড়িঘর ভাংচুর

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় এনায়েতনগর ইউনিয়নে জয়ী ইউপি সদস্যের ৯ নেতাকর্মির বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পুলিশ, ভূক্তভোগী পরিবার ও সরেজমিন সুত্রে যানা গেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের রায়পুর গ্রামে ইউপি নির্বাচনে দুইজন মেম্বর প্রার্থীর জয়-পরাজয় নিয়ে দু’পক্ষের সমর্থকদের মাঝে চড়ম ক্ষোভ সৃষ্টি হয়। এর জের ধরে রাতে পরাজিত মেম্বারের সর্মথক হাচান আকন, রাকিব আকন, জুবায়েরসহ বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র সজ্জিদ হয়ে বিজয়ী প্রর্থী বেলায়েত হোসেন এর সর্মথোক সাবেক ইউপি সদস্য ইদ্রিস সরদার, খোকন, মজিবর, সজল ও তাজেলসহ ৯টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে। এদিকে আজ বৃহস্পতিবার সকালে সরেজমিন তদন্ত করেছেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।

ভূক্তভোগী সাবেক ইউপি সদস্য মোঃ ইদ্রিস সরদার বলেন, আমার বাড়িতে হাচান আকন, রাকিব আকন, জুবায়েরসহ বেশ কয়েকজন মিলে হামলা চালিয়ে ভাংচুর করে। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, দুই মেম্বরের নির্বাচনি দ্বন্দ্ব নিয়ে ৯টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। আমি ভাংচুরকৃত বাড়ি ঘর ঘুড়ে দেথে এসেছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, বাড়িঘর ভাংচুরের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে পুলিশ মোতায়ান করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com