বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি::
জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত মাদারীপুরের কালকিনি উপজেলার এক ড্রেজার ব্যবসায়ী মারা গেছেন।
শনিবার (৪ এপ্রিল) মধ্যরাতে তার নিজ বাড়িতে তিনি মারা যান। ওই ব্যক্তির বাড়ি উপজেলায় কয়ারিয়া ইউনিয়নের একটি গ্রামে। শনিবার দুপুরের পরে তার জ্বর ও সর্দি, কাশি হয়। রাতে শ্বাসকষ্ট শুরু হলে তিনি মারা যায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, আমরা খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি। তিনি বিদেশ ফেরত কোন ব্যক্তি নন বা তার পরিবারে বিদেশ ফেরত কেউ ছিল না। পেশায় তিনি ড্রেজার ব্যবসায়ী। গতকাল রাত ১২টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা গেছেন। স্বাস্থ্য বিভাগের লোকজন তার নমুনা সংগ্রহ করতে গেছেন। তাছাড়া জরুরী ভিত্তিতে মিটিং কল করা হয়েছে। মিটিং এ ওই এলাকা লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইমলাম বলেন, তার বয়স ৬০ বছরের উপরে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা গেছেন। তবে তিনি করোনায় আক্রান্ত কিনা তা এখনো নিশ্চিত নয়। তার বাড়িতে পুলিশ, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজনকে পাঠানো হয়েছে। তারা রিপোর্ট নিয়ে আসার পরে ওই এলাকা লকডাউন করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।