রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে গুলিতে যুবক নিহত, গ্রেফতার ১

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরে জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে সোহাগ তালুকদার নামে (৩২) এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত আহাদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোর ৬টার দিকে কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের সামচুল হক তালুকদারের ছেলে। এদিকে গ্রেফতার আহাদ একই গ্রামের মৃত আব্দুল হাই মোল্লার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে পশ্চিম বোতলা গ্রামের আহাদ মোল্লার সাথে সামচুল হক তালুকদারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ভোরে ওই জমিতে শ্রমিক নিয়ে ধান রোপন করতে যায় সামচুল হকের ছেলে সোহাগ। এতে বাঁধা দেয় আহাদ ও তার লোকজন। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথার কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগের উপর বন্দুকের গুলি চালায় আহাদ। এ সময় আহত হয় আরো দুইজন। পরে গুরুতর অবস্থায় সোহাগকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেলে। ভাল চিৎিসার জন্য রাজধানী ঢাকায় নেয়ায় মাঝপথে মারা যায় সোহাগ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আহাদকে প্রধান আসামী করে ৫ জনের নামে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ৪ থেকে ৫জনকে আসামী করা হয়। এদিকে অভিযান চালিয়ে অভিযুক্ত আহাদকে গ্রেফতার করে পুলিশ। জব্দ করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত বন্দুক ও গুলি।

এ ব্যাপারে নিহতর বাবা ও মামলার বাদি সামচুল হক তালুকদার জানান, আমি আইনের কাছে সুবিচার চেয়ে মামলা করেছি। ওরা আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

ডাসার থানার অফিসার ইনর্চাজ হাসানুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে বন্দুক, গুলি সহ অভিযুক্ত আহাদ মোল্লাকে গ্রেফতার করি এবং থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com